ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রমজানের প্রথম জুমায় মুসল্লির ঢল
Published : Saturday, 9 April, 2022 at 12:00 AM, Update: 09.04.2022 12:50:25 AM
রমজানের প্রথম জুমায় মুসল্লির ঢলনিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজানের প্রথম জুমায় কুমিল্লার প্রতিটি মসজিদে মুসল্লিদের ঢল নামে। শুক্রবার (৮ এপ্রিল) দুপুর জুমার আজানের পর থেকেই মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেন। খুতবার আগেই পরিপূর্ণ হয়ে যায় প্রায় প্রতিটি মসজিদ। ফলে প্রখর রোদের মধ্যেও রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে দীর্ঘ মোনাজাতে দেশ ও মুসলিম উম্মাহর জন্য সার্বিক মঙ্গল কামনায় দোয়া করা হয়।
গতকাল শুক্রবার কুমিল্লার কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ, ফৌজদারী কালেক্টরেট জামে মসজিদ, ছাতিপট্টি জামে মসজিদ, মোগলটুলি শাহসুজা মসজিদ, দারোগা বাড়ি মাজার জামে মসজিদসহ নগরীর প্রায় সব ক’টি মসজিদেই মুসল্লিদের উপচেপড়া ভিড় লক্ষ্য গেছে।
জুমার নামাজ আদায় শেষে এক মুসল্লি বলেন, ‘রহমতের মাস রমজান। দুহাত তুলে দোয়া করেছি। আল্লাহ যেন আমার আত্মীয়-স্বজনদের ভালো রাখেন। গুনাহ মাফ করেন। দেশের মানুষ যেন ভালো থাকে। জিনিসের দাম বাড়ছে, দেশের অবস্থা ভালো না, মানুষ কষ্টে আছে। এ অবস্থা থেকে যেন মুক্তি মেলে, সেই দোয়া করেছি।’