Published : Tuesday, 12 April, 2022 at 12:00 AM, Update: 12.04.2022 12:47:11 AM
হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান ||
রোজা
হল ঢাল স্বরূপ যতক্ষণ সেই ঢালকে সে ফেড়ে না ফেলে। হযরত আবু ওবায়দা (রাঃ)
হতে বর্ণিত তিনি বলেন, আমি রাসূল (স.) থেকে শুনেছি যে রোজা হল ঢাল স্বরূপ
যতক্ষণ সেই ঢালকে ফেড়ে না ফেলে। একজন সাহাবী জিজ্ঞাসা করিলেন ইয়া
রাসূলাল্লাহ রোজা যে ঢাল এই ঢাল কিভাবে ফেড়ে যায়? রাসূল (স.) বলেন, মিথ্যা
এবং গীবত বলার দ্বারা। এই হাদিসে বুঝানো হয়েছে যে, ঢাল দ্বারা যেমন
আত্মরক্ষা করা যায় রোজা দ্বারা ও তদ্রুপ আত্মরক্ষা করা যায়। অর্থাৎ নিজেকে
জাহান্নাম থেকে বাঁচানো যায়। তবে রোজা অবস্থায় মিথ্যা এবং গীবত করলে রোজা
যে ঢাল, সেই ঢাল যেন ভেঙ্গে যায় সে রোজা দ্বারা আর জাহান্নাম থেকে
আত্মরক্ষা করা যায় না। এই হাদিস থেকে বুঝা গেল রোজা দ্বারা মানুষ জাহান্নাম
থেকে বাঁচতে পারে তবে শর্ত হল রোজাকে রক্ষা করতে হবে। রোজা অবস্থায় মিথ্যা
এবং গীবত পরিহার করতে হবে। রোজা আমাকে রক্ষা করবে জাহান্নাম থেকে আর আমি
রোজাকে রক্ষা করব মিথ্যা ও গীবত থেকে, এইভাবে পবিত্র মাহে রমজানে গোনাহ
মুক্ত জীবন যাপন করার একটা প্রশিক্ষণ গড়ে ওঠে। সহীহভাবে রোজা করতে হলে
মুখের দ্বারা যে সব গোনাহ হয় যেমন- গীবত মিথ্যা থেকে বাঁচতে হবে, বাঁচতে
হবে চোখের দ্বারা, কান দ্বারা যে সকল গোনা হয় তা থেকে এবং অন্যান্য সকল
অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত গোনাহ হয় তা থেকেও। আল্লাহতালা আমাদের সকলকে সর্ব
অবস্থায় গুনাহ মুক্ত জীবন-যাপন করার তাওফীক দান করুন।