সাবেক আইনমন্ত্রী মতিন খসরুর প্রথম মৃতুবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় মিলাদ ও আলোচনা সভা
Published : Saturday, 16 April, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
সাবেক আইন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক এক্সকিউটিব চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আবদুল মতিন খসরুর প্রথম মৃত্যুবার্ষিক উপলক্ষে গত ১৪ এপ্রিল বৃহস্পতিবার ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ও গতকাল ১৫ এপ্রিল শুক্রবার আবদুল মতিন খসরুর নিজ বাড়ি উপজেলার মিরপুর মুহিউস্ সুন্নাহ্ মাদরাসা মাঠে তাঁর উপর স্মৃতিচারণ করে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
পৃথক সভায় ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী জাহাঙ্গীর খান চৌধুরী ও প্রয়াত আইনমন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু এমপির ছেলে আবদুল মুনেম ওয়াসিফের সভাপতিত্বে পৃথক সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল হাশেম খান এমপি। বিশেষ অতিথি ছিলেন বিচারপতি জাকির হোসেন, কুমিল্লা যুগ্ম জেলা জজ আবদুল হান্নান,চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল রানা, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ১নং যুগ্ন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে আবদুল মতিন খসরুর ছোট ভাই কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক দুই বারের সভাপতি এডভোকেট আবদুল মমিন ফেরদৌস, আবদুল মতিন খসরুর স্ত্রী সেলিনা সোবাহান খসরু, আবদুল মতিন খসরুর মেয়ে ডাঃ উম্মে হাবিব্বা মুনমুন, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, কালিকাপুর আবদুল মতিন খসরু ডিগ্রি কলেজের অধ্যক্ষ মফিজুল ইসলাম, অধ্যক্ষ খলিলুর রহমান আখন্দ, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমি, ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী, ডা. আতাউর রহমান জসিম, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বুড়িচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার খান,যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুল হক, বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সুজন, মোহাম্মদ আলী মানিক, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন নান্নু, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয় সম্পাদক এডভোকেট মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ার আলামিন। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনিরুল হোসেন চৌধুরী, মাধবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুলতান আহমদ, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও চান্দলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তবা আলী শাহীন, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সুলতান আহমেদ, সিদলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন মুহাম্মাদ, রেজাউল করিম,এডভোকেট আবু ইব্রাহিম, এডভোকেট এনামুল হক কাজল, আবদুল কুদ্দুস, ব্রাহ্মণপাড়া উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক ঠিকাদার, বিআরডিবির সাবেক চেয়ারম্যান মাসুদ আলী হায়দার, আলী আহাম্মদ মেম্বার, তফাজ্জল হোসেন লিক্সন, ব্রাহ্মণপাড়া উপজেলা শ্রমীকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সরকার, সহ সভাপতি জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয় সম্পাদক এডভোকেট জাকির হোসেন, কুমিল্লা দঃ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য এডভোকেট মোঃ আবদুল আলীম খান, বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ ইব্রাহীম খলিল, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য সচিব ইমদাদুল হক বাপ্পি। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন ঐতিহাসিক নাগাইশ দরবার শরীফের পীর মোস্তাক ফয়েজী। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মধ্যে ইফতার বিতরণ করা হয়।