ব্রাহ্মণপাড়া তুচ্ছ ঘটনা কেন্দ্র করে সংঘর্ষে আহত ১
Published : Saturday, 16 April, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের দীর্ঘভূমি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১২ এপ্রিল মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের সংঘর্ষে মোঃ রিপন নামের একজন আহত হয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এলাকাবাসী ও আহত রিপন সূত্রে জানা গেছে, রিপন ও তার চাচা ও চাচাতো ভাইদের মধ্যে জায়গাজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার উক্ত বিষয় নিয়ে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটেছে। গত ৩০ মার্চ একই এলাকার আমেরিকা প্রবাসী আঃ মতিনের ছেলে আবু হানিফ ও তার সহযোগিরা রিপনের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাদের হামলায় রিপন গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিপনকে হাসপাতালে ভর্তি থাকতে উপদেশ দেয়। সে সময় এ বিষয়ে আহতের স্ত্রী মোসাঃ শামসুন্নাহার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দীর্ঘভূমি গ্রামের আব্দুল মতিনের ছেলে আবু হানিফ ও তার সহযোগীদের সাথে বিভিন্ন জায়গা সম্পত্তি বিষয় নিয়ে আব্দুল লতিফের ছেলে আহত রিপনের সাথে বিরোধ চলে আসছিলো। এরই সূত্র ধরে আবারও গত মঙ্গলবার দুপুরে দীর্ঘভূমি রাজ্জাকের পুকুর পাড়ের সামনে পুকুরের পাড় ও কবরস্থান মেরামতের সূত্র ধরে আবু হানিফ ও আরো ৪/৫ জন সহযোগী অতর্কিতভাবে রিপনের উপর হামলা চালায়। এসময় হামলাকারীদের হামলায় রিপন গুরুতর আহত হয়। আহত রিপনের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ও স্বজনরা এগিয়ে এলে হামলাকারীরা তাকে প্রাণে মেরে ফেলার হুমকি ধমকি দিয়ে পালিয়ে যায়। বর্তমানে আহত রিপন মিয়া ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। আহত রিপন প্রশাসনের কাছে এ বিষয়ের সুষ্ঠু বিচারের দাবি করেন।