লালমাইয়ে বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা
Published : Saturday, 16 April, 2022 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
পুরোনো গ্লানি, হতাশা আর মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় নতুন বছর ১৪২৯-কে বরণ করতে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ?্যােগে বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এবারের শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ঠিক করা হয়েছে, ‘নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে।’ রমজান মাস হওয়ায় এবার সকালে পান্তা-ইলিশের আয়োজন হয়নি।
দুই বছর পর আবারও বাংলা বর্ষবরণের উচ্ছ্বাসে মেতেছে সারাদেশের মত লালমাইবাসী। পুরানো সব জঞ্জালকে ধুয়ে মুছে ফেলে নতুন বছরে ভালো কিছু করার প্রত্যয়ে বরণ করা হলো বাংলা নতুন বছরকে।
মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ। এক বার্তায় ইউএনও লালমাইবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, উপজেলা জনস্বাস্থ?্য সহ- প্রকৌশলী মোঃসাইফুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃরফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম, লালমাই প্রেস ক্লাবের আহবায়ক অমর কৃষ্ণ বণিক মানিক, ছোট শরীফপুর ডিগ্রি কলেজের অধ?্যক্ষ মোঃ ফারুকুল ইসলাম ভূইঁয়া, বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী লেয়াকত হোসেন ভূঁইয়া, উপজেলা মাধ?্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাগমারা উচ্চ বিদ?্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির আহমদ, বাগমারা উচ্চ বালিকা বিদ?্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃফারুকুল ইসলাম, সার্ভেয়ার মোঃ আরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও দুতিয়াপুর হাজী বাবরু মিয়া সরকারি প্রাথমিক বিদ?্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোসলেহ উদ্দিন। মহামারির কারণে দুই বৈশাখ পর এবার পরিচিত আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।