ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দর্পণ-এর নির্বাহী পরিচালক মাহ্ববুব মোর্শেদের ইন্তেকাল
Published : Saturday, 16 April, 2022 at 12:00 AM, Update: 16.04.2022 12:33:00 AM
দর্পণ-এর নির্বাহী পরিচালক মাহ্ববুব মোর্শেদের ইন্তেকালস্টাফ রিপোর্টার : ১৫ এপ্রিল ভোরে দর্পণ সমাজ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক-জাতীয় পুরস্কারপ্রাপ্ত মো: মাহ্ববুব মোর্শেদ ঢাকায় হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বেশ কিছুদিন ধরে হৃদরোগে মারাত্মক অসুস্থতায় ভুগছিলেন। বাদজুম্মা কুমিল্লা শহরের ছোটরা কলোনী মাঠে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযায় উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি-অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী, মেয়র প্রার্থী নূর-উর রহমান মাহমদু তানিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম শিকদার, কাউন্সিলর মাসুদুর রহমান, এডভোকেট নাজমুল চৌধুরী নোমান, এডভোকেট ইসহাক সিদ্দিকী, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, সমতটের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামাল, যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, দীপ্ত টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি শাকিল মোল্লা, এপেক্সিয়ান আব্বাস উদ্দিন, নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন, সমতটের কাগজ-এর বার্তা সম্পাদক আরেফীন রুমেল, ফটো সাংবাদিক আশিকুর রহমানসহ ছোটরা এলাকার প্রতিবেশী লোকজনসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।দর্পণ-এর নির্বাহী পরিচালক মাহ্ববুব মোর্শেদের ইন্তেকাল পরে বাদআসর গ্রামের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রাশেপুরে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তার পিতা সাবেক জেলা প্রশাসক একেএম মহিউদ্দিনের কবরের পাশে তাকে দাফন করা হয়। রাজেশপুর এলাকাতে এলাকার চেয়ারম্যান, শিক্ষক নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের লোকজন জানাযায় অংশগ্রহণ করেন।