পহেলা বৈশাখ ও শুক্রবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে দুই দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার সকাল ১১ টার পর থেকে ভারত থেকে একটি ট্রাক পণ্য নিয়ে প্রবেশের মধ্য দিয়ে আমদানির কার্যক্রম শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, বাংলা নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার এবং সাপ্তাহিক শুক্রবার ছুটি শেষে শনিবার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ভারত থেকে আমদানিকৃত পণ্য বন্দরের কার্যক্রম শেষে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেছন ব্যবসায়ীরা।