ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইউসিএলের সেমিফাইনালে ব্রাজিলিয়ানদের মেলা
Published : Saturday, 16 April, 2022 at 1:23 PM
ইউসিএলের সেমিফাইনালে ব্রাজিলিয়ানদের মেলাইউরোপিয়ান ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। এরই মধ্যে প্রতিযোগিতার এবারের আসরের সেমিফাইনাল নিশ্চিত করেছে চারটি ক্লাব। যেখানে সব দলের খেলোয়াড় তালিকা দেখলে মনে হবে ব্রাজিলিয়ানদের মেলা বসেছে।
এবারের সেমিফাইনালিস্ট চারটি ক্লাবের মধ্যে রয়েছে দুই ইংলিশ দল লিভারপুল, ম্যানচেস্টার সিটি এবং দুই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও ভিয়ারিয়াল।

এদের মধ্যে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে বিদায় করে দিয়ে ভিয়ারিয়ালের সেমিতে উঠে আসাটা চমক দেওয়ার মতই। অন্যদিকে বাকি তিনটি দলই ফেভারিট হিসেবে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠে এসেছে। মজার ব্যাপার, এই তিন দলেই আছে একাধিক ব্রাজিলিয়ান তারকা।

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদেই আছেন ৫ জন ব্রাজিলিয়ান তারকা। যাদের প্রত্যেকেই রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবেই মূল একাদশে খেলছেন।

এই পাঁচজন হচ্ছেন- ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গোয়েস, ক্যাসেমিরো, মিলিটাও এবং মার্সেলো। দ্বিতীয় লেগে চেলসির বিপক্ষে প্রায় হারতে থাকা ম্যাচে রদ্রিগোর গোল এবং ভিনিসিয়াসের আরেকটি অ্যাসিস্টই বাঁচিয়ে দিয়েছিল রিয়াল মাদ্রিদকে।

এদিকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে খেলছেন স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস, মিডফিল্ডার ফার্নান্দিনহো এবং গোলকিপার এডারসন মোয়ারেস।

আরেক ইংলিশ ক্লাব লিভারপুলের হয়ে খেলছেন ব্রাজিলের নাম্বার ওয়ান গোলকিপার অ্যালিসন বেকার, অন্যতম সেরা মিডফিল্ডার ফ্যাবিনহো এবং স্ট্রাইকার রবার্তো ফিরমিনো। সব মিলিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠা এই তিন ক্লাবের ১১ জন খেলোয়াড়ই ব্রাজিলিয়ান।