ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। শনিবার প্রথম প্রহরগুলোতে এসব শব্দ শোনা যায়। ইউক্রেনের বেশিরভাগ শহরেই বেজে ওঠে বিমান হামলার সাইরেন। তবে এসব বিস্ফোরণের বিষয়ে আনুষ্ঠানিক কোনও খবর পাওয়া যায়নি।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন শহরের উপকণ্ঠ দারনিটস্কি জেলায় বিস্ফোরণ হয়েছে। হতাহতের সংখ্যা জানা যায়নি জানিয়ে তিনি বলেন উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।
পশ্চিমাঞ্চলীয় শহর লভিভেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। গভর্নর মাকসিম কোজিটস্কি জানান শনিবার ভোরে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা কাজ করছে বলে জানালেও হতাহত কিংবা কোথায় বিস্ফোরণ ঘটেছে সে বিষয়ে কোনও তথ্য দেননি তিনি।
এদিকে লভিভের আকাশে সকালে দুইটি যুদ্ধবিমান উড়তে দেখা গেছে।
সূত্র: বিবিসি, রয়টার্স