রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে ইউনাইটেডের স্বস্তির জয়
Published : Sunday, 17 April, 2022 at 12:00 AM
শক্তিমত্তায়
ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে অনেক পিছিয়ে নরউইচ সিটি। তার পরও ইংলিশ
প্রিমিয়ার লিগের ম্যাচে আজ ক্রিশ্চিয়ানো রোনালদোদের ভয় ধরিয়ে দিয়েছিল দলটি।
প্রথমার্ধ এগিয়ে থেকে শেষ করলেও দ্বিতীয়ার্ধে স্কোরলাইন সমান করে ফেলে
নরউইচ। এ সময় ইউনাইটেডের ত্রাতা হিসেবে আবির্ভূত হন পর্তুগিজ মহাতারকা
রোনালদো। তার হ্যাটট্রিকে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।
ওল্ড
ট্র্যাফোর্ডে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটিতে শুরু থেকেই আক্রমণে ছিল
ম্যান ইউ। ম্যাচের মাত্র সপ্তম মিনিটে লম্বা শটে ইউনাইটেডকে এগিয়ে দেন
রোনালদো। এই পর্তুগিজ সুপারস্টারের সৌজন্যেই ৩২ মিনিটে স্কোরলাইন দ্বিগুণ
হয়। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে ইউনাইটেডকে চমকে দেয় নরউইচ।
টেমু পুকির ক্রস থেকে বল পেয়ে স্কোরলাইন ২-১ করে ফেলেন নরউইচের মিডফিল্ডার
কিয়েরান ডওয়েল।
ম্যাচের দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ওল্ড ট্রাফোর্ডকে
স্তব্ধ করে দেন টেমু পুকি। ডওয়েলের থেকেই বল পেয়ে ডেভিড ডি গিয়াকে বোকা
বানিয়ে ম্যাচে সমতা ফেরান এই স্ট্রাইকার। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে
লড়াই। এই ম্যাচে জয় না পেলে রোনালদোরদের শীর্ষ চারে ওঠা কঠিন হয়ে যাবে। আর
শীর্ষ চারে না থাকতে পারলে আগামী মৌসুমে তাদের চ্যাম্পিয়নস লিগে খেলা হবে
না। এমন পরিস্থিতে আবারও মঞ্চে সিআর সেভেন। ৭৬তম মিনিটে ফ্রি কিক থেকে বল
জালে পাঠিয়ে দেন পর্তুগিজ সুপারস্টার। ৩-২ গোলের জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ
ছাড়ে ইউনাইটেড।