শততম আইপিএল ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন রাহুল
Published : Sunday, 17 April, 2022 at 12:00 AM
মুম্বাই
ইন্ডিয়ান্সের বিপক্ষে আজ ক্যারিয়ারের শততম আইপিএল ম্যাচ খেলতে নেমেছেন
লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল। সেঞ্চুরি হাঁকিয়ে তিনি শততম
ম্যাচটি স্মরণীয় করে রাখলেন। এর আগে কেউই এই কীর্তি গড়তে পারেননি।
মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে রাহুলের অপরাজিত
১০৩* রানের সৌজন্যে ৪ উইকেটে ১৯৯ রান তুলেছে লখনউ।
হারতে হারতে খাদের
কিনারায় থাকা মুম্বাইয়ের বিপক্ষে আজ শুরু থেকেই আগ্রাসী ছিল রাহুলের ব্যাট।
জসপ্রীত বুমরা, জয়দেব উনাদকাটরা বেশি রান না দিলেও দুই বিদেশি টাইমাল মিলস
ও ফ্যাবিয়েন অ্যালেনের ওপর চড়াও হন রাহুল। গায়ের জোরে না খেলে বুদ্ধি করে
ফিল্ডিংয়ের ফাঁক ধরে বড় শট খেলছিলেন তিনি। ফলে দ্রুত রান উঠছিল। টাইমাল
মিলস ৩ ওভারে ৫৪ এবং অ্যালেন ৪ ওভারে দেন ৪৬ রান।
ম্যাচের ১৯তম ওভারে
মিলসকে বাউন্ডারি হাঁকিয়ে তিন অঙ্ক স্পর্শ করেন রাহুল। এতে তার সময় লেগেছে
মাত্র ৫৬ বল। হাঁকিয়েছেন ৯টি চার এবং ৫টি ছক্কা। শেষ পর্যন্ত ৬০ বলে ১০৩
রান করে অপরাজিত থাকেন লখনউ অধিনায়ক। তিনি ৪৯তম ক্রিকেটার হিসেবে ১০০টি
আইপিএল ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেছেন। তবে আগের ৪৮ জন ক্রিকেটারের
মধ্যে কেউই নিজের শততম আইপিএল ম্যাচে সেঞ্চুরি করতে পারেননি। এদিক দিয়ে
রাহুল অনন্য।