ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে বিনাশ্রম কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা
Published : Sunday, 17 April, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি ||
কুমিল্লার বুড়িচংয়ে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে বিনাশ্রম কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। জানা যায়- বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুনের নির্দেশে গত শুক্রবার বিকের ৪ ঘটিকার সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম বাকশীমূল ইউনিয়নের লোহাইমুড়ি গ্রামে অভিযান চালায়। এসময় ভেকু নিয়ে অবৈধভাবে মাটি কেটে নেয়ার অভিযোগে ওই গ্রামের মো. মনিরুল হকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, ঐ দিন রাত ১২ টায় বুড়িচং উপজেলার  পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গোমতি নদী বাধের পাশ থেকে ট্রাক্টর যোগে মাটি কাটার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৩০) নামে একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের বিচারে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সে ষোলনল ইউনিয়নের আগানগর গ্রামের মো. জজু মিয়ার ছেলে। এসময় সঙ্গীয় পুলিশ ফোর্স এসি ল্যান্ড অফিসের জাহিদ হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।