ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতার ৪
Published : Sunday, 17 April, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাপুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গত শুক্রবার ১৫ এপ্রিল ও শনিবার ১৬ এপ্রিল মাদকদ্রব্য উদ্ধারসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
থানাপুলিশ সূত্রে জানা গেছে, থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহার নির্দেশে এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত ১৫ এপ্রিল শুক্রবার উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেঁতাভূমি এমরান ব্রীক ফিল্ডের উত্তর পাশের রাস্তার উপর হতে কাসেম(২২)কে গ্রেফতার করে। তল্লাশি চালিয়ে এসময় তার কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। কাসেম উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেঁতাভূমি এলাকার সুলতানের ছেলে। তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে এসআই শেখ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ একইদিন বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর কলেজপাড়া বেগম দিলরোজ ওবায়দুল্লাহ কারিগরি ইন্সটিটিউট(কলেজ) গেটের সামনের পাকা রাস্তার উপর হতে মোঃ বিল্লাল হোসেন প্রকাশ রিয়াজ(২২)কে গ্রেফতার করে। পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে কোকের বোতলে সংগ্রহ করা ১ লিটার ফেনসিডিল এবং ২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। গ্রেফতারকৃত বিল্লাল হোসেন জেলার বাঙ্গরা থানার দৌলতপুর এলাকার মোঃ আমির হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অন্যদিকে এসআই শেখ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গতকাল ১৬ এপ্রিল শনিবার সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের পূর্ব ষাইটশালা মোড় রহমানিয়া সপ এন্ট্রারপ্রাইজ এর সামনের ব্রাহ্মণপাড়া- মিরপুর সড়কের উপর হতে হরমুজ মিয়া (৪০)ও মনির হোসেন (২৬) কে গ্রেফতার করে। পুলিশ এসময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃত হরমুজ জেলার বাঙ্গরা থানার কড়ই বাড়ী এলাকার মৃত: আসকর আলীর ছেলে, অপর আসামি মনির হোসেন একই থানার হায়দরাবাদ এলাকার মো: সামছু মিয়ার ছেলে। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ ওসি অপ্পেলা রাজু নাহা বলেন, "আসামীগণকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।"