ব্রাহ্মণপাড়ায় রুগ্ন গরুর মাংস বিক্রির অপরাধে জরিমানা
Published : Sunday, 17 April, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রুগ্ন গরু জবাই করে মাংস বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী এলাকায় রুগ্ন গরু জবাই করে মাংস বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা অভিযানে পরিচালনা করেন। এসময় মাংস বিক্রেতা ও গরুর মালিক আবু তাহেরকে হাতেনাতে ধরেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরেনারি সার্জন ডাঃ শুভ সূত্রধর মাংস পরীক্ষা করলে খাবারের অনুপযোগী ঘোষণা করলে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা মাংস বিক্রেতা আবু তাহেরকে রুগ্ন গরুর মাংস বিক্রি করার অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেন। পরবর্তীতে ৭০ কেজি গরুর মাংস জব্দ ও ধ্বংস করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা বলেন, "অসুস্থ গরুর মাংস বিক্রি করা কঠোর অপরাধ। এতে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। খবর পেয়ে সেখানে গেলে হাতেনাতে আবু তাহেরকে ধরলে তাকে মাংস বিক্রি করার অপরাধে জরিমানা করা হয়।"
ভবিষ্যতেও এই ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান ইউএনও সোহেল রানা।