কুমিল্লায় বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সেবা পরিষদের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল
Published : Sunday, 17 April, 2022 at 12:00 AM
কুমিল্লায় বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সেবা পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল, ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী এবং বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে কেক কাটা হয়। ১৫ এপ্রিল শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হলের মুক্তিযুদ্ধ কর্ণারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আরফানুল হক রিফাত। সংগঠনের সভাপতি মো আবুল কাশেম এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য কলমাংক সাহিত্য একাডেমির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ড, আলী হোসেন চৌধুরী, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ছড়াকার বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসার, কেটিসিসিএ লি এর ভাইস চেয়ারম্যান এবং কুমিল্লা মহানগর কৃষকলীগের যুগ্ম আহবায়ক মো, জোনায়েদ শিকদার তপু, বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থগার পরিষদ কুমিল্লা জেলা সভাপতি মোহাম্মদ আহসান উল্যাহ এবং হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন কুমিল্লা মহানগর কমিটির সভাপতি এ,বি,এম আশরাফুল আলম সুমন প্রমূখ। এছাড়া কুমিল্লা টাউন হলের কাউন্সিলর মো বসির আহমেদ, নবাব ফয়জুন্নছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন, বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সেসা পরিষদ কুমিল্লার অন্যান্য নির্বাহী সদস্যবৃন্দ সহ কুমিল্লার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ এবং সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ১০ ফাউন্ডের কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি আরফানুল হক রিফাত। পরবর্তীতে বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সেবা পরিষদ কুমিল্লার সভাপতি হিসেবে মো আবুল কাশেম এবং কোহিনূর বেগমকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ড, আলী হোসেন চৌধুরী।
আলোচনা শেষে ইফতারের পূর্বে সকলের কল্যান কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।