Published : Sunday, 17 April, 2022 at 12:00 AM, Update: 17.04.2022 1:10:23 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় অনুমোদনহীন বিদেশি কসমেটিক্স বিক্রির অভিযোগে দুই
দোকানীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৬ এপ্রিল (শনিবার) কুমিল্লার
রাজগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা
কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করা হয়। এছাড়াও এই
অভিযানে দুধে পানি মেশানো এবং খাসির মাংস ওজনে কম দেওয়ার অভিযোগে আরো দুই
ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার সকাল থেকে দুপুর
পর্যন্ত নগরীর রাজগঞ্জ বাজারে এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তর। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের
সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম।
তিনি বলেন, শনিবার জাতীয় ভোক্তা
অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লার
রাজগঞ্জ বাজার এলাকার দুধ, মুদি, মাংস, ফল এবং কসমেটিক্সের দোকানে বিশেষ
তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ সময় দুধে পানি মেশানোর দায়ে দুধ
ব্যবসায়ী আব্দুল আলীমকে ৩ হাজার টাকা, ওজনে কম দেওয়ায় ‘মায়ের দোয়া’ খাসির
দোকানকে ২ হাজার টাকা, অনুমোদনহীন বিদেশী কসমেটিক্স বিক্রি করায় ‘আক্তার
স্টোরকে’ ৮ হাজার টাকা এবং একই অভিযোগে ‘জুবায়ের স্টোরকে’ ৪ হাজার টাকাসহ
৪টি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে
ব্যবসায়ীদের পাকা ক্রয় রসিদ সংরক্ষণ, কসমেটিক্সের গায়ে আমদানীকারকের
স্টিকার ও এমআরপি দেখে ক্রয়, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, ওজনে
কারচূপি না করা এবং অযাচিতভাবে পণ্যের দাম বাড়িয়ে বিক্রি না করতে নির্দেশনা
দেওয়া হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।