ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় র‍্যালী ও আলোচনা সভা
ইসমাইল নয়ন।।
Published : Sunday, 17 April, 2022 at 6:48 PM
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় র‍্যালী ও আলোচনা সভাঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ১৭ এপ্রিল রবিবার সকালে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন ওশান হাই স্কুলের সহকারী শিক্ষক সালাহউদ্দিন মামুন। সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহাম্মদের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত নাজমুল হুদা, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাষ্টার ও নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান যথাক্রমে সাইফুল ইসলাম আলাউল আকবর ও ওমর ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহাম্মদ, শিক্ষা কর্মকর্তা সেলিম মুন্সী, সমবায় কর্মকর্তা মাইনুদ্দিন হাছান, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজিউর রহমান, তথ্য আপা মুনিরা বেগম। অনুষ্ঠানে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। আলোচনা সভায় বিভিন্ন স্কুলের শতাধিক ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।