কুমিল্লার দেবিদ্বারে ৫৫০জন দুস্থ ও এতিম পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে খুরুইল বুটিয়াকান্দি দরবার আয়োজিত কাতার চ্যারিটির অর্থায়নে প্রায় ১৮ লক্ষ টাকার ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের বহি:বিশ্বের সংবাদ উপস্থাপক ড. শাহ মো. এনামুল হক আল আজহারী পীর সাহেব। ইফতার সামগ্রীতে রয়েছে, ২৫ কেজি চাল, ৫ লিটার তেল, ২ কেজি ছোলা, দুই কেজি খেজুর, ২ কেজি চিনি, এক কেজি লবন এবং দুই কেজি মুসর ডাল। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক উপমন্ত্রী এএফএম ফখরুল ইসলাম মুন্সী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ ওসি মো. আরিফুর রহমান, কাতার চ্যারিটির প্রজেক্ট সহকারী মো. জসিম উদ্দিন, দেবিদ্বার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুবেল, সাংবাদিক মাহমুদুল হাসান। প্রধান অতিথি বলেন, দেশের এ সংকট মুহুর্তে কাতার চ্যারিটি মানুষের কল্যাণে মানবতার টানে এ ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সত্যি তা প্রশংসার দাবিদার। আমি মনে করি, কাতার চ্যারিটি এ জনগোষ্ঠীর মাঝে শুধু খাদ্য সামগ্রী বিতরণই নয় তাদের ভাগ্যের পরিবর্তন করতেও সহযোগিতার হাত বাড়াবে। তিনি আরও বলেন, সকল মানুষ ভেদাভেদ, হিংসা-বিদ্বেষ ভুলে হাতে হাত রেখে সাম্যের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
পরে তিনি দুস্থ ও এতিম পরিবারের মাঝে পবিত্র মাহে রমজানুল মোবারকের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিতরণকালে উপস্থিত ছিলেন- সাবেক ইউপি সদস্য মো. ধনু মিয়া, দুধ মিয়া, আলী আহম্মদ পলাশ, মো. আলমুল হুদা মাস্টার, খুরুইল বুটিয়াকান্দি দরবার শরীফের শিক্ষা বিষয়ক পরিচালক মাও. ইকরামুল হক, মাও. এমদাদুল হক, মো. নেয়ামুতুল্লাহ। খুরুইলের বীর মুক্তিযোদ্ধা মো. আবু তাহের সরকার, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, খুরুইল আলিম মাদরাসার সভাপতি মোহাম্মদ আলমগীর কবীর। প্রসঙ্গত, তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের এ সংস্থাটি দেশের ১৫টি জেলায় প্রায় ১৫ হাজার এতিম ও দুস্থ পরিবারের মাঝে মানবিক ও সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।