মুরাদনগরের কোম্পানীগঞ্জ বাজারে ভোগান্তিতে ক্রেতা-ব্যবসায়ীরা
হাবিবুর রহমান
Published : Sunday, 17 April, 2022 at 9:00 PM
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাণিজ্যিক এলাকা হিসেবে খ্যাত কোম্পানীগঞ্জ বাজার ঈদের কেনাকাটায় জমে উঠেছে। দিন যতই ঘনিয়ে আসছে ফুটপাত থেকে শুরু করে ছোট-বড় প্রায় সব মার্কেটে ততই বাড়ছে ক্রেতাদের ভিড়। ঠিক সে মূহর্তে কোম্পানীগঞ্জ কাঁচা ও মুদি মালের বাজারে নেওয়া হয়েছে ড্রেন নির্মাণের কাজ। সেই কাজের কারণে তৈরী হয়েছে জন-দুর্ভোগ, ঘটছে দূর্ঘটনাও। তার উপর অব্যবহ্তৃ মাটি রাস্তায় ফেলে রাখায় সরু হয়ে পড়েছে চলার পথ। ফলে দিন দিন জন-দুর্ভোগ ব্যাপক আকার ধারণ করছে। তবে দুর্ভোগের চেয়েও এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ওই এলাকার ব্যবসায়ীরা। অনেক ব্যবসায়ী ড্রেন নির্মাণের ফলে দোকানপাট খুলতে পারছেন না। আবার কেউ কেউ দোকান খুললেও নেই বেচাকেনা। নিজেই বণিক সমিতির আহ্বায়ক আবার নিজেই ড্রেন নির্মাণের ঠিকাদার হওয়ায় কাজের গুনগত মান নিয়েও সন্দিহান রয়েছে ব্যাবসায়ীদের মাঝে। কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা না থাকায় ঈদবাজারের মধ্যে লোক দেখানো কাজ করছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। তাই ব্যবসায়ী ও ঈদ মুখি ক্রেতাদের দুর্ভোগ লাগবে ঈদের পর ড্রেনের নির্মাণ কাজ করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।