কুমিল্লার দেবীদ্বারে এক মসজিদের ইমামকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে ইউপি সদস্যসহ তিনজনের বিচার দাবীতে মানববন্ধন, বিক্ষোভ, ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয়রা। রবিবার বেলা ১১টায় ধামতী দক্ষিণ পাড়া সড়কে শত শত নারী-পুরুষের উপস্থিতিতে ওই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ চলাকালে উপজেলার ধামতী দক্ষিণখাড় ‘আল মদিনা জামে মসজিদের’ ইমাম আল-আমিনকে মিথ্যে অপবাদ দিয়ে থানা হাজতে রেখে অপমান ও আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে ইউপি মেম্বার ইব্রাহীমসহ ৩জনের বিচারর দাবী জানিয়ে বক্তব্য রাখেন নিহতের মামা মোঃ খলিলুর রহমান, নিহতের মা’ সালেহা বেগম, ভাই আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ শের এ আলী, নিহতের সহপাঠি হাফেজ মাওলানা মোঃ খোরশেদ আলম, ধামতী ইউনিয়ন ছাত্র লীগ সভাপতি আবু জায়েদ চৌধূরী জুয়েল প্রমূখ।