কুমিল্লায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল, ইয়াবাসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক
Published : Monday, 18 April, 2022 at 1:29 PM, Update: 18.04.2022 1:36:52 PM
কুমিল্লায় পৃথক অভিযানে ফেন্সিডিল, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। জেলার কোতয়ালী মডেল থানাধীন জালুয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে পিকআপের ভিতর অভিনব কায়দায় বিশেষ বক্স তৈরি করে লুকিয়ে মাদক পরিবহনের সময়১০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার কোতয়ালি থানার জালুয়াপাড়া গ্রামের মোঃ শাহজাহান মিয়ার ছেলে মোঃ জুম্মন হোসেন(২৭)। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
অপর এক অভিযানে জেলার কোতয়ালী মডেল থানার আড়াইওড়া এলাকা থেকে ২৩০০পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো জেলার কোতয়ালি থানার গাজীপুর গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে মোঃ মোহন মিয়া(৩০)। র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান,তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।