রাজধানীর বাসাবো থেকে দুটি চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইলসহ মো. রিদুয়ান নামের একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।
সোমবার (১৮ এপ্রিল) ডিবি মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) সালাউদ্দিন খান নাদিম এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৮ এপ্রিল ভোরে মিরপুরের হাজী রোডের একটি বাসা থেকে তিনটি মোবাইল ও একটি এইচপি ল্যাপটপ চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ১২ এপ্রিল মিরপুর মডেল থানায় একটি চুরির মামলা হয়।
তিনি আরও বলেন, এলাকাটি ডিবি মিরপুর বিভাগের আওতাধীন হওয়ায় থানা পুলিশের পাশাপাশি ছায়াতদন্ত শুরু করে ডিবি মিরপুরের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। একপর্যায়ে তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় বাসাবো থেকে রিদুয়ান নামের একজনকে গ্রেফতার করা হয়।
এ সময় আর তার কাছ থেকে উদ্ধার করা দুটি ল্যাপটপ ও ১২টি চোরাই মোবাইল। যার মধ্যে ওই বাসা থেকে চুরি যাওয়া এইচপি ল্যাপটপ ও একটি রিয়েলমি মোবাইল রয়েছে।