তিতাসে নৌকাডুবি, ৭ ঘণ্টা পর ধানকাটা শ্রমিকের লাশ উদ্ধার
Published : Wednesday, 20 April, 2022 at 12:00 AM
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর এলাকায় তিতাস নদীতে ধানবোঝাই নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বিল্লাল (২৭) নামে ধানকাটা শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনার প্রায় সাত ঘণ্টা পর বিকাল সাড়ে ৫টার দিকে তার লাশ উদ্ধার হয়।
বিল্লাল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।
নিখোঁজ হওয়ার পর থেকে তাকে উদ্ধারে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি দল তৎপরতা চালায়। পরে কিশোরগঞ্জের ডুবুরি দল এসে বেলা সাড়ে ৫টার দিকে তার লাশ উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরান হোসেন জানান, সকালে মাছিহাতার চাপুইর থেকে ধান বোঝাই করে একটি নৌকা তিতাস নদী দিয়ে পার্শ্ববর্তী বাসুদেব ইউনিয়নের পাইকপাড়ায় যাচ্ছিলেন। চাপুইর এলাকায় কিছুদূর যাওয়ার পর নৌকাটি ডুবে গেলে দুই জন সাঁতরে তীরে আসতে সক্ষম হলেও বিল্লাল নিখোঁজ হন।