কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে সন্দ্বীপ উপকূলে একটি স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ এপ্রিল) সকাল ৮টায় চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছে স্পিডবোট ডুবে যায়।
নিহতরা হলো—আনিকা (১৪) ও ৫ বছর বয়সী এক শিশু। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
গুপ্তছড়া ঘাটের ইজারাদার আনোয়ার হোসেন জানান, ২০ জন যাত্রী নিয়ে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট থেকে সীতাকুণ্ডের কুমিরার দিকে যাচ্ছিল স্পিডবোটটি। সকাল ৮টায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে এটি ডুবে যায়। ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
কুমিরা নৌপুলিশের পরিদর্শক একরাম উল্লাহ জানান, স্পিডবোটের বেশিরভাগ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। মারা গেছে দুই শিশু। লাশ উদ্ধার করে সন্দ্বীপের একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে।