সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ব্রেইন টিউমার আক্রান্ত মোশাররফ হোসেন রুবেল। জাতীয় দলের সাবেক ক্রিকেটারের অকাল মৃত্যুতে সতীর্থরা প্রত্যেকেই শোকাহত। মঙ্গলবার রাত দশটায় হোম অব ক্রিকেটের সবুজ চত্ত্বরে সতীর্থের জানাজাতে বেশিরভাগ ক্রিকেটারই উপস্থিত ছিলেন। ওই মুহূর্তে বিমানে থাকায় উপস্থিত হতে পারেননি সাকিব আল হাসান। তবে রুবেলের মৃত্যু সংবাদ শোকাহত করেছে তাকেও।
সাবেক সতীর্থের মৃত্যু সাকিবও মেনে নিতে পারছেন না। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বুধবার সকালে বাঁহাতি এই অলরাউন্ডার সংবাদ মাধ্যমকে নিজের অনুভূতি জানিয়েছেন এভাবে, ‘আসলে খুবই দুঃখজনক। আমি যুক্তরাষ্ট্রে ছিলাম, নিউজ দেখছিলাম যে উনি মাত্র বাসায় গেলেন, একটু ভালো অনুভব করছিলেন। তো ভাবলাম সামহাউ বুঝি সারভাইব করলেন। অন্য একজনের সঙ্গে কথাও বলছিলাম এটা নিয়ে, হয়তো কম বয়স বলে সারভাইব করতে পারছেন। কিন্তু হঠাৎ করেৃ খরবটা পাই যখন প্লেনে ছিলাম। খুবই দুঃখজনক। তবে জীবনে যে কোনও কিছুর গ্যারান্টি নেই, এটি তারই একটি প্রমাণ।’
২০০১-০২ মৌসুমে ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছিল মোশাররফ রুবেলের। জীবনের শেষ ক্রিকেট ম্যাচ খেলেছেন ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগে। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ওই ম্যাচে ১টি উইকেটও নেন। তার একমাস পরই ব্রেইন টিউমার ধরা পড়ে। এরপর আর মাঠে ফেরা হয়নি এই অলরাউন্ডারের। মঙ্গলবার বিদায় নিলেন ক্রীড়াঙ্গনকে শোক-সাগরে ভাসিয়ে।