বাসের টিকিটের দাম বেশি নেওয়ায় ১ লাখ টাকা জরিমানা
Published : Thursday, 21 April, 2022 at 12:00 AM
নগরের কদমতলী এলাকায় হানিফ এন্টারপ্রাইজের একটি বাস কাউন্টারে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি মূল্যে ঈদযাত্রার অগ্রীম টিকিট বিক্রি ও ভাড়ার তালিকা না থাকায় ১ লাখ টাকা জরিমানা করা হয়ছে। একই এলাকার শ্যামলী পরিবহনের একটি কাউন্টারকে ভাড়ার তালিকা না থাকার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) জাতীয় ভোক্তা অ?ধিকার সংরক্ষণ অ?ধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যাল?য়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী প?রিচালক নাস?রিন আক্তার, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন এসব অ?ভিযান প?রিচালনা ক?রেন।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।
তিনি জানান, পাহাড়তলী এলাকার দুইজন ডিম ব্যবসায়ীকে পচা ডিম বেকারিতে বিক্রির জন্য সংরক্ষণের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সিএমপির একটি টিমের সহায়তায় এ অ?ভিযা?ন প?রিচালনা করা হয়।