৪৬০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় যুবকের ৫ বছরের কারাদণ্ড
Published : Thursday, 21 April, 2022 at 12:00 AM
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকা থেকে ৪৬০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় মো. রেজাউল নামের একজনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
বুধবার (২০ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের চতুর্থ অতিরিক্ত আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত রেজাউল কক্সবাজারের টেকনাফ থানাধীন গাজীমুড়া এলাকার আলী আহম্মেদের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১২ এপ্রিল শাহ আমানত সেতু এলাকা থেকে মো. রেজাউলকে আটক করে বাকলিয়া থানা পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ৪৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় বাকলিয়া থানার তৎকালীন এসআই (বর্তমানে বোয়ালখালী থানার ওসি) আবদুল করিম বাদী থানায় মামলা করেন। বিচারকাজে আদালতে ছয়জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের চতুর্থ অতিরিক্ত আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, ৪৬০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় মো. রেজাউল নামের একজনকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।