Published : Thursday, 21 April, 2022 at 12:00 AM, Update: 21.04.2022 1:24:34 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় অবিভিন্ন অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ১১ হাজার
টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ২০ এপ্রিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লার শাসনগাছা এলাকায় এ
তদারকি অভিযান পরিচালনা করা হয়। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে উক্ত এলাকার
বাস কাউন্টারগুলোতে বিশেষ তদারকি করা হয়। বেলা ১০টা থেকে ১টা পর্যন্ত এ
তদারকি কার্যক্রম চলে। এ সময় ওই এলাকার এশিয়া, তিশা, কুমিল্লা ট্রান্সপোট,
পাপিয়া, জনতা, একতা ও সততা বাস কাউন্টারে বিআরটিএ নির্ধারিত ভাড়ার তালিকা
আছে কিনা যাচাই করা হয়। কাউন্টারে তালিকা টাঙানো দেখা যায় তবে দৃশ্যমান
করতে বড় আকারে তালিকা প্রদর্শন করতে নির্দেশনা দেওয়া হয়। ঈদকে সামনে রেখে
কোনক্রমেই সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করা যাবে না মর্মে সতর্ক
করা হয়। এছাড়াও আজ শাসনগাছা এলাকায় ভোক্তাকে ওজনে কম দেওয়ায় শাহজালাল ফুডকে
৫,০০০ টাকা, একই অভিযােগে বিসমিল্লাহ ফল বিতানকে ২,০০০ টাকা এবং
ফার্মেসীতে অননুমোদিত পণ্য রাখার অভিযোগে জয় মেডিকেল হলকে ৪,০০০ টাকাসহ আজ
ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মোট ৩ প্রতিষ্ঠানকে ১১ হাজার
টাকা জরিমানা করা হয়। কুমিল্লা জেলাপ্রশাসনের সার্বিক দিক নির্দেশনায় জাতীয়
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক
মো: আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। কৃষি বিপণন অফিসের মো:
আব্দুর রহিম এবং জেলা পুলিশের একটি টিম এ অভিযানে উপস্থিত থেকে সার্বিক
সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।