ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শনাক্ত ২৮, মৃত্যু ১
Published : Thursday, 21 April, 2022 at 12:00 AM, Update: 21.04.2022 1:24:29 AM
শনাক্ত ২৮, মৃত্যু ১গত ২৪ ঘণ্টায় কমেছে নতুন শনাক্ত রোগী। কমেছে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও। তবে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে একজনের। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (১৯ এপ্রিল সকাল ৮টা থেকে ২০ এপ্রিল সকাল ৮টা) করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৮ জন, গতকাল (১৯ এপ্রিল) ৫০ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল।
গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে, তার আগের ২৪ ঘণ্টায় মৃত্যু ছিল না। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ, আগের ২৪ ঘণ্টায় ছিল শূন্য দশমিক ৯০ শতাংশ।
অধিদফতর জানাচ্ছে, নতুন শনাক্ত হওয়া ২৮ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ৪৪০ জন। আর একজনকে নিয়ে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট মারা গেলেন ২৯ হাজার ১২৭ জন।
করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৪৬ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৯২ হাজার ৭৪ জন।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে পাঁচ হাজার ১৩৩টি আর পরীক্ষা হয়েছে পাঁচ হাজার ৯৮টি।
দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৯ লাখ ৪১ হাজার ৪৯৮টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯২ লাখ ৩০ হাজার ৪৯৪টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৭ লাখ ১১ হাজার চারটি।
দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৯১ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় যে একজনের মৃত্যু হয়েছে তিনি নারী। তাকে নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট নারী মারা গেলেন ১০ হাজার ৫৩৩ জন আর এখন পর্যন্ত পুরুষ ১৮ হাজার ৫৯৪ জন।
যিনি মারা গেছেন তার বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। তিনি ঢাকার একটি সরকারি হাসপাতালে মারা গেছেন।