Published : Thursday, 21 April, 2022 at 12:00 AM, Update: 21.04.2022 1:25:08 AM
নিজস্ব
প্রতিবেদক” ২০২২ সালের ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা
কার্ডে স্থান পেয়েছে কুমিল্লার বিশেষ শিশু মোসাঃ জিদনী সুলতানার আঁকা একটি
ছবি। মনোমুগ্ধকর এই ছবির জন্য পুরস্কার হিসেবে প্রধানমন্ত্রীর কল্যাণ
তহবিল থেকে জিদনীকে প্রদান করা হয়েছে ১ লাখ টাকা। জিদনী কুমিল্লা
বুদ্ধিপ্রতিন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী। তার বাসা
নগরীর রেইসকোর্স এলাকায়। সে মো: মোজাম্মেল হক ভূইয়া ও মোসাঃ শাহীন সুলতানার
কন্যা। তার পতিবন্ধীতার ধরন ‘সেরিব্যল পালস্’ি।
এদিকে কুমিল্লার বিশেষ
শিশু জিদনীর এ অর্জনে খুশি হয়ে কুমিল্লার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান
তাকে ১০ হাজার টাকা পুস্কার প্রদান করবেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে
কুমিল্লা বুদ্ধিপ্রতিন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
মোসাঃ তাহমিনা আক্তার বলেন, ‘চলতি বছর (২০২২ সালে) ইংরেজি নববর্ষে মাননীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা কার্ডে ছাপা হয়েছিলো জিদনীর আঁকা ছবি।
এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণ তহবিল হয়েছে তাকে ১ লাখ টাকা
পুস্কার প্রদান করা হয়েছে। গত সোমবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়
থেকে আমরা গিয়ে (আমি, জিদনী ও তার মা) পুরস্কারের চেক গ্রহণ করি। পরবর্তীতে
গতকাল বুধবার (২০ এপ্রিল) জিদনী ও তার মাসহ আমরা কুমিল্লার মাননীয় জেলা
প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সাথে দেখা করি। এসময় জেলা প্রশাসক জিদনীকে
দু’টি বই উপহার দেন। এছাড়া জেলা প্রশাসক তাকে ১০ হাজার টাকা পুরস্কার
প্রদান করবেন বলে জানান।’
তাহমিনা আক্তার বলেন, ‘কুমিল্লা
বুদ্ধিপ্রতিন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বর্তমানে ১৪৭ জন শিক্ষার্থী আছে।
আমরা তাদেরকে একিভূত শিক্ষা কার্যক্রমে অন্তর্ভূক্ত করার লক্ষ্যে
উপযুক্তভাবে গড়ে তোলার জন্য কাজ করছি। এসকল শিক্ষার্থীকে যেনো মূল স্রোতে
নিয়ে আসা যায়- সেই চেষ্টা চলছে। এর আগেও আমাদের বিদ্যালয়ের একজন ছাত্র
প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে পুস্কার লাভ করেছিলো।’
জিদনী প্রসঙ্গে
তিনি বলেন, ‘সে (জিদনী) অনেক মেধাবী। এর আগে সে জাতীয় গ্রন্থাগারে
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দুইবার প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে। এছাড়া
নজরুল ইন্সটিটিউটে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেও পুরস্কার লাভ
করেছিলো জিদনী।’