Published : Thursday, 21 April, 2022 at 12:00 AM, Update: 21.04.2022 1:25:14 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম
বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, এক সময় কুমিল্লা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে
জীর্নদশা বিরাজ করছিল। আমি এমপি হওয়ার পর এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার
মানের উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করেছি। শিক্ষা
প্রতিষ্ঠানগুলিকে নতুন আঙ্গীকে সাজিয়েছি। একসময় এই সরকারি মহিলা কলেজের
ক্লাস রুম ও হোস্টেল খুব খারাপ অবস্থায় চলে গিয়েছিল। বৃষ্টি হলে মেয়েরা
চলাচল করতে পারত না, চৌকির উপর বসে থাকতে হতো। আজকে এই মহিলা কলেজে সেই
হোস্টেলের উন্নয়ন হয়েছে, আধুনিক অডিটরিয়ামের পাশাপাশি দশ তলা ভবনের কাজ
চলছে। এভাবে কুমিল্লার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিক উন্নয়নে
জরাজীর্ণতার চিত্র বদলে দিয়েছি। কুমিল্লা কে এগিয়ে নিতে সবার সহযোগীতা
চাই। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের ভিশন ঠিক করে দিয়েছেন।
২০৪১ সালের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সেই ভিশন বাস্তবায়নে সবাইকে স্ব স্ব
অবস্থান থেকে কাজ করতে হবে।
গতকাল বুধবার কুমিল্লা সরকারি মহিলা কলেজ
শিক্ষক পরিষদ আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর
মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি এসব কথা বলেন।
অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জামাল
নাছের। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক রীতা
চত্রবত্তী। ইফতার ও দোয়ায় অংশ নেন কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর
মো. আবদুস ছালাম, সাবেক চেয়ারম্যান প্রফেসর মো. রুহুল আমিন ভূইয়া,
ইন্দুভোষন ভৌমিক, মাউশি কুমিল্লা অঞ্চলের পরিচালক প্রফেসর শোমেশ কর চৌধুরী,
কুমিল্লা শিক্ষাবোর্ড সচিব প্রফেসর নূর মোহাম্মদ, কুমিল্লা ভিক্টোরিয়া
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ
মো. বাহাদুর হোসেন, ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি
গোস্বামী, কুমিল্লা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হাসনাত আনোয়ার
উদ্দিন আহাম্মেদ,কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ
আবুল হোসেন, কুমিল্লা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো.জহিরুল
ইসলাম পাটোয়ারী, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আজহাারুল ইসলাম, উপ-পরিচালক
(হি: ও নি:) মো. ছানাউল্লাহ, কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড.
মো. আসাদুজ্জামান, উপ-সচিব (একাডেমিক) মো.শাফায়েত মিয়া, উপ-সচিব (প্রশাসন)
মো. সাহাব উদ্দিন,উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ
হাবিবুর রহমান, ড. শফিকুল ইসলাম, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ
নারগিস আক্তার, জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, নবাব ফয়জুন্নেছা
স্কুলের প্রধান শিক্ষক রোকসানা ফেদৌস মজুমদার, প্রমুখ। এছাড়া কুমিল্লার
বিশিষ্ট নাগরিকবৃন্দ ,ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ
উপস্থিত ছিলেন।