Published : Thursday, 21 April, 2022 at 12:00 AM, Update: 21.04.2022 1:25:19 AM
জহির শান্ত ||
কুমিল্লার
সাংবাদিক মহিউদ্দিন হত্যা মামলার এজাহার নামীয় দুই আসামির দুইদিন করে
রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২০ এপ্রিল) দুপুরে কুমিল্লার সিনিয়র
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২ নং আমলী আদালতের বিচারক বেগম শারমিন রিপা তাদের
রিমান্ড মঞ্জুর করেন। এজাহার নামীয় দুই আসামি হচ্ছে- মো. ফরহাদ মৃধা ওরফে
মনির হোসেন এবং মো. পলাশ মিয়া।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত
কর্মকর্তা বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) শরীফ রহমান জানান, সাংবাদিক
মহিউদ্দিন সরকার নাইম হত্যা মামলার এজহার নামীয় দুই আসামি ফরহাদ মৃধা ও
পলাশ মিয়াকে বুধবার দুপুরে আদালতে হাজির করে সাত দিনের রিমাণ্ড আবেদন করি।
আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে, গত বুধবার (১৩ এপ্রিল)
রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী
হায়দ্রাবাদনগর এলাকায় সাংবাদিক মহিউদ্দিন সরকারকে গুলি করে হত্যা করে মাদক
ব্যবসায়ীরা। এ ঘটনার পরদিন বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে মহিউদ্দিন সরকারের
মা নাজমা আক্তার বাদী হয়ে মাদক ব্যবসায়ী মোঃ রাজুসহ তিনজনের নাম উল্লেখ
করে অজ্ঞাত আরো ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এদিন রাতেই পুলিশ
অভিযান চালিয়ে মামলার এজহারনামী দুই আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করে। এরপর
শনিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের
গোলাবাড়ি সীমান্তে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় মামলার প্রধান আসামি
রাজু।
এ বিষয়ে জানতে চাইলে বুড়িচং থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানান,
মামলার এজহারনামীয় আসামি ফরহাদ মৃধা ও পলাশ মিয়াকে বুধবার দুপুরে আদালতে
হাজির করে রিমান্ড আবেদন করা হলে আদালত তাদের প্রত্যেকের দুইদিন করে
রিমান্ড মঞ্জুর করেছেন। আদেশের পর আসামিদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
পরবর্তীতে তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।