Published : Saturday, 23 April, 2022 at 12:00 AM, Update: 23.04.2022 1:07:04 AM
নিজস্ব
প্রতিবেদক: প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষায়
কুমিল্লায় অনুপস্থিত ছিলেন ৮ সহস্রাধিক আবেদনকারী। ঘণ্টাব্যাপী এ পরীক্ষা
শুক্রবার (২২ এপ্রিল) বেলা ১১টায় শুরু হয়ে শেষ হয় ১২টায়। এদিন সন্ধ্যায়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কুমিল্লা সূত্রে জানা গেছে, পরিক্ষায় কুমিল্লা
জেলায় মোট পরীক্ষার্থী সংখ্যা ২১হাজার একশত ৪৭ জন। তাদের মধ্যে অনুপস্থিত
ছিলো আট হাজার ৮০ জন।
পরিক্ষার্থীরা জানিয়েছেন, সুষ্ঠুভাবে পরীক্ষা
অনুষ্ঠিত হলেও পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে পরিক্ষার্থীরা বিপাকে পড়েন।
প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা শুরুর ১ঘন্টা আগে কেন্দ্রে
প্রবেশের নিয়ম রাখা হলেও অনেক প্রতিষ্ঠানে সকাল ১০টা ৪০ মিনিট পর্যন্তও
প্রবেশের সুযোগ পায়। আবার কিছু প্রতিষ্ঠানে সকাল ১০টার কিছু সময় পরপরই
প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়। ফলে অনেক আবেদনকারী পরীক্ষায় বসার সুযোগ না
পেয়ে রাস্তায় বিক্ষোভ প্রতিবাদ জানায়।
নগরীর ইবনে তাইমিয়া স্কুল
অ্যান্ড কলেজ কেন্দ্রের পরীক্ষা দিতে আসা এক পরীক্ষার্থী বলেন, রাস্তার
যানজটের কারণে সকাল ১০.২৫ মিনিটে কেন্দ্রে আসায় ৩৫ মিনিট পূর্বেই আমাদের
প্রায় শতাধিক প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ। এসময়
তিনি পুনরায় পরীক্ষা নেয়ার দাবী জানান।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
আব্দুল মান্নান বলেন, কুমিল্লা জেলায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে,
কোন শিক্ষার্থী অসদুপায় অবলম্বন কিংবা অন্য কোন কারণে বহিষ্কারের ঘটনা
ঘটেনি।
উল্লেখ, প্রথম ধাপে ২২টি জেলার মধ্যে ১৪ টি জেলার সকল উপজেলা এবং
৮টি জেলার কয়েকটি উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে কুমিল্লা
জেলার ৪ টি উপজেলার আবেদনকারীরা শুক্রবার পরীক্ষায় অংশ নেন।