সশস্ত্র বাহিনীর কাছে নিজেদের তৈরি সাজোয়া যান হস্তান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মাদ রেজা অশতিয়ানি।
শনিবার তিনি আরও বলেছেন, 'আমরা নানা ধরনের সাজোয়া যান নির্মাণ করেছি। এগুলো প্রয়োজন অনুযায়ী সশস্ত্র বাহিনীর বিভিন্ন বিভাগকে দেওয়া হচ্ছে।' খবর-পার্সটুডের
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় অন্যান্য সামরিক সরঞ্জামের মতো সাজোয়া যানের উৎপাদন বাড়িয়েছে বলে তিনি জানান। ইরানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, সাজোয়া যান নির্মাণে স্বাভাবিকভাবেই যন্ত্রাংশের প্রয়োজন হয়। আমদানি কমিয়ে যন্ত্রাংশও দেশের ভেতরেই তৈরি করা হচ্ছে।
এর আগে ইরানের সেনাবাহিনীর পদাতিক ইউনিটের কমান্ডার কিয়োমার্স হেইদারি বলেছেন, ইরান এরিমধ্যে ২৩টি সামরিক খাতে স্বনির্ভরতা অর্জন করতে সক্ষম হয়েছে। এর ফলে এসব খাতে বিদেশের ওপর নির্ভর করতে হয় না। একইসঙ্গে বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হচ্ছে।
গত সপ্তাহে ইরানে সেনাবাহিনী দিবস পালিত হয়েছে। এদিন নিজেদের তৈরি নানা ধরনের ড্রোনসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে।