আপাতত টেস্ট দলের বাইরে মোস্তাফিজুর রহমান। তিনি নিজেও ইনজুরির ঝুঁকি কমাতে টেস্ট খেলতে চান না। তবে মোস্তাফিজ না চাইলেও তাকে টেস্টে ফেরানো হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ শনিবার রাজধানীর এক পাঁচতারকা হোটেলে বিসিবির ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পাপন বলেন, আমরা ক্রিকেটারদেরকে একটা ফরম্যাট পাঠিয়েছিলাম, কে কোন ফরম্যাট খেলতে চায় (বলার জন্য)। যারা যারা টেস্ট খেলতে চায়, তিনটাই খেলতে চায়, দুটো খেলতে চায়; সে অনুযায়ী তাদের রাখা হয়েছে।’
মোস্তাফিজের টেস্ট খেলা নিয়ে তিনি বলেন, ‘সে (মোস্তাফিজ) কিন্তু বলেনি টেস্ট খেলতে চায়। এটা একটা ব্যাপার। কিন্তু ও বললো কি বললো না সেটা বড় কথা না। আমাদের যখন দরকার হবে অবশ্যই সে খেলবে। এখন যদি আমার শ্রীলঙ্কা সিরিজে মোস্তাফিজকে দরকার হয় অবশ্যই খেলবে।’
শ্রীলঙ্কা সিরিজ নিয়ে খুব বেশি ভাবছেন না বিসিবি সভাপতি। সিরিজ জেতা সম্ভব সাবেক-বর্তমান ক্রিকেটারদের মত তারও আত্মবিশ্বাস আছে। পাপন বলেন, শ্রীলঙ্কা অবশ্যই ভালো দল, আমাদের দলটাও ভালো। আমার ধারণা একটা ভালো খেলা হবে।