ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এতিমদের সাথে ইফতার করলো ভলান্টিয়ার ফর বাংলাদেশ
Published : Saturday, 23 April, 2022 at 11:42 PM, Update: 23.04.2022 11:55:01 PM
এতিমদের সাথে ইফতার করলো ভলান্টিয়ার ফর বাংলাদেশচলছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। পুরো রমজান মাস এবং পবিত্র ঈদ-উল-ফিতর কে নিয়ে থাকে আমাদের নানান পরিকল্পনা। ইফতার বানানো থেকে শুরু করে ঈদের কেনাকাটা পর্যন্ত থাকে আমাদের অনেক পরিকল্পনা, কিভাবে কোনদিন বন্ধু,কলিগ থেকে শুরু করে প্রিয় মানুষদের সাথে ইফতার করবো, কিভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করবো আরও কতো কি! কিন্তু আমরা আমাদের আশেপাশের এতিম বাচ্চাদের কথা কয়জন ই বা ভাবে? যাদের এই পৃথিবীতে আপনজন বলতে কেউ নেই, যাদের পরিবার পরিজন বলতে কেউ ই নেই! সে সব সুবিধা বঞ্চিত এতিম শিশুদের কথা মাথায় রেখে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ কুমিল্লা জেলা আয়োজন করে "খুশির ইফতার -৭" ইভেন্টের। যাদের শৈশব থেকে কিশোর পুরো টাই এতিম খানায় কেটে যায় সেকল এতিম বাচ্চাদের মুখে হাসি ফোটাতে ভিবিডি কুমিল্লা জেলার এই আয়োজন। এই ইভেন্ট টি ভিবিডি কুমিল্লা জেলার সিগনেচার ইভেন্ট। প্রতিবছরই রমজান মাসে তারা চেষ্টা করে থাকে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কিছু না কিছু করার।তারই ধারাবাহিকতায় এবছরে ও ভিবিডি কুমিল্লা জেলা সপ্তম বারের মতো আয়োজন করে খুশির ইফতার -৭।
এতিমদের সাথে ইফতার করলো ভলান্টিয়ার ফর বাংলাদেশ
 ইভেন্ট টি সম্পন্ন হয় নূর জাহান হোটেল, বিশ্বরোড, কুমিল্লা। ১০০ জন এতিম বাচ্চাদের সাথে বসে ভলেন্টিয়াররা ইফতার করে, তাদের সাথে সময় কাটায়, সুখ দুঃখ ভাগাভাগি করে নেয় এবং তাদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেয়। ৮০ জন ভলেন্টিয়ার এর উপস্থিতিতে ইভেন্ট টি সম্পন্ন হয়। উক্ত ইভেন্টে সার্বিক সহোযোগিতায় ছিলো "খবর কী?", "প্রিমিয়ান স্ন্যাপ", " টেক টাইটান", গেজেট এক্সক্লুসিভ " এবং "জাগ্রত মানবিকতা "। এ সময়ে ইভেন্টে সার্বিক তত্তাবধানে ছিলেন ভিবিডি কুমিল্লা জেলার সভাপতি মাইনুদ্দিন ভূইয়া, সসহ-সভাপতি আবদুল্লাহ্ আল ফাহাদ পুলক, সাধারণ সম্পাদক কাজী সাদিয়া আফসানা নিনি, পাবলিক রিলেশনস অফিসার সায়কা রেজোয়ানা নূর, প্রজেক্ট অফিসার মুন তাসিন ইসলাম চৌধুরী, হিউম্যান রিসোর্স অফিসার রাইয়ান বিন আলম, ট্রেজারার মাহফুজা সুলতানা রূম্পা।