ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চলতি আইপিএলে বাটলারের তৃতীয় সেঞ্চুরি
Published : Sunday, 24 April, 2022 at 12:00 AM
ইডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পর পর দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন জস বাটলার। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে চলতি আসরের ব্যক্তিগত তৃতীয় সেঞ্চুরির দেখা পেলেন রাজস্থান রয়্যালসের এই ওপেনার।  আইপিএলের এই আসরে হওয়া ৪ সেঞ্চুরির তিনটিই এই ইংলিশ ব্যাটসম্যানের।
শুক্রবার (২২ এপ্রিল) আগে ব্যাটিং করে ২ উইকেটে ২২২ রান করে রাজস্থান। ব্যাট হাতে সর্বোচ্চ ১১৬ রান করেন বাটলার। ওপেনিংয়ে নেমে মাঠে ছিলেন ১৯তম ওভারের শেষ বল পর্যন্ত। শুরু থেকেই খেলেছেন বিধ্বংসী ইনিংস। ৫৭ বলে ৮টি করে চার-ছয়ের মারে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন বাটলার।
৭ ইনিংসে ৪৫০ রান নিয়ে বাটলার চলমান আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক। বিরাট কোহলির পর দ্বিতীয় কোন ব্যাটসম্যান যিনি দুটির বেশি সেঞ্চুরি করেন। এক আসরে সর্বোচ্চ ৪টি শতক হাঁকান কোহলি।
এ ছাড়া আজ ৫৪ রান আসে আরেক ওপেনার দেবদূত পাডিক্কালের ব্যাট থেকে। বাটলার-পাডিক্কালের ওপেনিং জুটি ভাঙে ১৫৫ রানে। দুজনেই মূলত বড় সংগ্রহের ভিত গড়ে দেন। শেষ দিকে ঝড় তোলেন অধিনায়ক সাঞ্জু স্যামসন। তিনি ১৯ বলে ৪৬ রান করে অপরাজিত ছিলেন।
রাজস্থানের সব বোলারই ছিলেন খরুচে। মোস্তাফিজও এর ব্যতিক্রম নন। ৪ ওভারে ৪৩ রান দিয়ে নেন ১ উইকেট। সমান ওভারে তার থেকে ৪ রান বেশি দেন খলিল আহমেদ। তিনিও ১টি উইকেট নেন।