ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কাউন্টিতে ইতিহাস গড়লেন পাকিস্তানের শান মাসুদ
Published : Sunday, 24 April, 2022 at 12:00 AM
ইংলিশ কাউন্টি ক্রিকেটে ডার্বিশায়ারের হয়ে দুর্দান্ত খেলছেন পাকিস্তানের ব্যাটসম্যান শান মাসুদ। প্রথম ম্যাচে সাসেক্সের বিপক্ষে ২৩৯ রানের ইনিংস খেলেন। এরপর শুক্রবার লেস্টাশায়ারের বিপক্ষে ২৬৮ বলে ২৪টি চার ও ১ ছক্কায় ২১৯ রানের ইনিংস খেলেন। এর মধ্য দিয়ে পাকিস্তানের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেটে ব্যাক টু ব্যাক ডাবল সেঞ্চুরি করার দৃষ্টান্ত স্থাপন করলেন।
লেস্টাশায়ারকে মাত্র ২১৩ রানে গুটিয়ে দেওয়ার পর, দ্বিতীয় দিনে পুরো সময় জুড়েই চলল ডার্বিশায়ারের ব্যাটিং দৌরাত্ম্য। তার নেপথ্যে শান মাসুদ। গোটা ইনিংসে তার আগ্রাসী ভঙ্গিমায় ব্যাটিং সকলেরই নজর কেড়েছে। দ্বিশতরান করেই ইতিহাস গড়ে ফেললেন শান।
ডার্বিশায়ারের ইতিহাসে এর আগেও কোনও ব্যাটার পরপর দুই ইনিংসে দ্বিশতরান করেননি। শানই প্রথম এই রেকর্ড গড়লেন। ১৯৩৩ সালে ইফতিকার আলি খান পতৌদি শেষ এশিয়ান ব্যাটার হিসাবে পরপর কাউন্টি ম্যাচে দ্বিশতরান করেছিলেন। তার ৮৯ বছর পর এই কীর্তি ঘটালেন শান। পাক তারকার পাশাপাশি ডার্বির হয়ে ওয়েন ম্যাডসেন ৯৪ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। দ্বিতীয় দিনে ডার্বি ৪০০ এর অধিক রান তোলে। ডার্বির স্কোর ৪৩৭ রান চার উইকেটের বিনিময়ে। দুই দিনের খেলা শেষে তারা ২২৪ রানে এগিয়ে রয়েছেন।
কাউন্টি ক্রিকেটের চলতি আসরে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষে রয়েছেন মাসুদ।  দুই ম্যাচে চার ইনিংসে তার মোট রান এখন ৬১১। তিনি চার ইনিংসে ৯১, ৬২, ২৩৯ ও ২১৯ রান করেছেন।