দেবিদ্বারে পথচারী ও দুস্থদের মাঝে স্বেচ্ছাসেবক লীগের ইফতার বিতরণ
Published : Sunday, 24 April, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লার দেবিদ্বারে পথচারী, শ্রমজীবি, ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে নিউ মার্কেট চত্ত্বরে এ ইফতার বিতরণ উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. সুমন সরকার। ইফতার বিতরণ শেষ হবে রমজানের শেষ দিন পর্যন্ত।
ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. লিটন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. আবদুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, সাংগঠনিক যাদব রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহরাব হোসেন সোহাগ, দপ্তর দেলোয়ার হোসেন, সহ সভাপতি মো. আলা উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পদক মো. জহিরুল ইসলাম জহির, পৌর সহ-সভাপতি মো. বাছির আহম্মেদ, বড়শালঘর ইউপি স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. আলম হাজারী প্রমুখ।
ইফতার বিতরণকালে মো. সুমন সরকার বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবকলীগ। স্বেচ্ছাসেবক লীগের মানবিক কাজ আজ পাড়ায় মহল্লায় পৌছে গেছে। স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে স্বেচ্ছাসেবকলীগের প্রতিটি নেতা কর্মী মাঠে ময়দানে কাজ করছে। সাধারণ সম্পাদক মো.লিটন সরকার বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার বিকল্প কিছু নেই। প্রতিটি পাড়ায় পাড়ায় ঘরে ঘরে স্বেচ্ছাসেবকলীগের দুর্গ গড়ে তুলতে হবে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ও দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের অনুপ্রেরণায় বৈশ্বিক করোনা মহামারির শুরুর পর থেকে দেবিদ্বার উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ একের পর এক মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছে। ইনশাল্লাহ আগামী দিনেও মানুষের পাশে স্বেচ্ছাসেবকলীগ পাশে থাকবে। এর আগে প্রায় দুই শতাধিক পথচারী, শ্রমজীবী ও দুস্থ রোজাদার মানুষের মধ্যে ইফতার বিতরণ করেন অতিথিরা।