ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় এলডিপি মহাসচিব ড. রেদোয়ান ‘শীঘ্রই সরকার পতন আন্দোলন শুরু হবে’
Published : Sunday, 24 April, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, ‘দেশের সকল বিরোধীদলগুলো ঐক্যবদ্ধ ভাবে খুব শীঘ্রই সরকার পতন আন্দোলনের ডাক দিবে’।
শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার ছাতাড্ডা গ্রামে ‘জোবেদা সুলতান ম্যানর’-এ মাহে রমজান উপলক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, সরকার এক একটি মেগা প্রকল্প নিচ্ছে, ‘ক্ষমতাসীন দল যেভাবে যাচ্ছেন সেখানে আর কোন রাজনৈতিক দল তাদের ফাঁদে পা রাখবে না। এই সরকার একটি নির্দলীয় সরকারের কাছে, তত্ত্বাবধায়ক সরকারের কাছে বা জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে হবে। নির্দলীয়-নিরপেক্ষ সরকার গঠন করা না হলে কোন বিরোধী রাজনৈতিক দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবে না।’
তিনি আরও বলেন, এই সরকার মেগা প্রকল্পের মাধ্যমে মেগা চুরি করে চলছে। আর তাদের লুটেরা একের পর এক প্রকল্পের নামে ওই চুরি করে দেশের অর্থ লুটে নিচ্ছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন ভূইয়া, আর.এন.আর গ্রুপ এর এমডি সুলতান মঈন আহমেদ রবিন, কুমিল্লা উত্তর জেলা এলডিপি’র সভাপতি সাবেক চেয়ারম্যান কে.এম শামসুল হক মাস্টার, চান্দিনা উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শাহ্জাহান সিরাজ, চান্দিনা পৌর জামাত এর আমীর মো. আবুল হাসেম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ এর অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়া, পৌর এলডিপি’র সাধারণ সম্পাদক মো. শাহ আলম, পৌর গণতান্ত্রিক যুবদল সভাপতি মো. মনিরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকি, সাংগঠনিক সম্পাদক মো. আবুল হাশেম প্রমুখ।