রোদ ও ধুলাবালিতে চুল হয়ে পড়ে বিবর্ণ। বাড়ে চুল পড়া
ও খুশকির সমস্যাও। চুলের বিভিন্ন সমস্যা থেকে রেহাই পেতে ভিটামিন ই
ক্যাপসুল ব্যবহার করতে পারেন। জেনে নিন চুলের যত্নে কীভাবে ব্যবহার করবেন
এই ক্যাপসুল।
ডিম এবং ভিটামিন ই
১টি ডিম, ৪টি ভিটামিন ই ক্যাপসুল এবং ১ চা চামচ আমন্ড অয়েল একসঙ্গে মেশান। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান মিশ্রণটি। এক ঘণ্টা রেখে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা এবং ভিটামিন ই
চার বা পাঁচটি ভিটামিন ই ক্যাপসুলের তেল বের করে নিন। ৩ চা চামচ অ্যালোভেরা জেল মেশান তেলের সঙ্গে। কয়েক ফোঁটা আমন্ড অয়েল মেশান। মিশ্রণটি চুলে ভালোভাবে লাগিয়ে আধা ঘণ্টা রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন।
জোজোবা অয়েল এবং ভিটামিন ই
ভিটামিন ই এবং অ্যালোভেরার সঙ্গে জোজোবা তেল মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় লাগান। ৪০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
ভিটামিন ই, দই এবং মধু
৪টি ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বের করে নিন। এই তেলের সঙ্গে আধা কাপ দই ও ২ চামচ মধু মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে। খুশকি দূর হবে নিয়মিত ব্যবহারে।