ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইউক্রেনে ফের যুদ্ধবিরতির আহ্বান জানালেন পোপ ফ্রান্সিস
Published : Sunday, 24 April, 2022 at 7:35 PM
ইউক্রেনে ফের যুদ্ধবিরতির আহ্বান জানালেন পোপ ফ্রান্সিসইউক্রেনে ফের ‍যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। রোববার অর্থডক্স খ্রিস্টানদের ইস্টার উৎসবের দিনে তিনি এই আহ্বান জানান।

‘বিষণ্ন  মানুষ’দের ভোগান্তি লাঘবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস বলেন, যুদ্ধ থামার পরিবর্তে আরও বেশি হয়েছে।

তিনি বলেন, আমি পুনরায় ইস্টার যুদ্ধবিরতির আহ্বান জানাই। এটা শান্তির জন্য সর্বনিন্ম বাস্তব লক্ষণ।
খ্রিস্টানদের এমন পবিত্র এবং গৌরবময় দিনে পুনরুত্থানের ঘণ্টাধ্বনির থেকে অধিক জোরে খুনের গুঞ্জন শোনা যাচ্ছে উল্লেখ পোপ মনের বেদনা প্রকাশ করেন।

ইস্টার সানডে বা পবিত্র রবিবার হল খ্রিস্টিয় ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। খ্রিস্টানরা এই দিনে মৃত্যুর বিরুদ্ধে যিশুখ্রিস্টের বিজয় উদযাপন করে।

খ্রিস্টে বিশ্বাসীদের কাছে এটি পুরাতন জীবনের অবসানের পরে নতুন জীবনের শুরুর প্রতীক। সূত্র: গার্ডিয়ান