ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টানা দশমবার চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ
Published : Monday, 25 April, 2022 at 12:00 AM
জার্মান বুন্দেসলিগা ও বায়ার্ন মিউনিখ যেনো একে অপরের পরিপূরক। পুরো মৌসুম যেমনই হোক না কেন, শেষে গিয়ে বায়ার্নের চ্যাম্পিয়ন হওয়াই যেন বুন্দেসলিগার নিয়তি। যা দেখা গেলো আরও একবার। তিন ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়ে গেছে বায়ার্ন।
শনিবার রাতে বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা দশমবার বুন্দেসলিগার শিরোপা ঘরে তুললো হুলিয়ান নিগেলসম্যানের শিষ্যরা। সবমিলিয়ে বুন্দেসলিগার ইতিহাসে ৩১তম ও জার্মান লিগে ৩২তম বার চ্যাম্পিয়ন হলো জার্মানির সেরা ক্লাবটি।
নিজেদের ঘরের মাঠে বরুশিয়ার বিপক্ষে জিতলেই মিলবে টানা দশম শিরোপা- এমন সমীকরণেই খেলতে নেমেছিল বায়ার্ন। যে লক্ষ্যে ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় তারা। সার্জি জিনাব্রি (১৫) ও রবার্ট লেওয়ানডস্কির (৩৪) গোলে ম্যাচের দখল নেয় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৫২ মিনিটের সময় পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান এমরে কান। তবে খেলা শেষ হওয়ার আগে দিয়ে ৮৩ মিনিটের সময় স্কোরশিটে নাম তুলে বায়ার্নের সহজ জয় নিশ্চিত করেন জামাল মুসিয়ালা। শেষ বাঁশি বাজতেই শিরোপা উদযাপনে মাতে বায়ার্নের খেলোয়াড়রা।
১৮ দলের লিগে ৩১ ম্যাচ শেষে ৭৫ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছে বায়ার্ন। বাকি তিন ম্যাচে হারলেও ক্ষতি নেই তাদের। কেননা দ্বিতীয় স্থানে বরুশিয়া ডর্টমুন্ড (৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট) সর্বোচ্চ ৭২ পয়েন্ট পর্যন্ত যেতে পারবে।