ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রধানমন্ত্রীর ঈদ উপহার গৃহহীনদের ঘর প্রদান বুড়িচংয়ে অবহিতকরণ সভা
Published : Monday, 25 April, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং  ||
কুমিল্লার বুড়িচং উপজেলার প্রশাসনের উদ্যোগে তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর প্রকল্পের গৃহপ্রদান উপলক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে গত ২৪ এপ্রিল রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অবহিতকরণ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার। বিশেষ অতিথির ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জি এম এন জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খাঁন, রাজাপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার, বাকশীমুল ইউপি চেয়ারম্যান ও বাকশীমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল করিম, ষোলনল ইউপি চেয়ারম্যান হাজী মোঃ বিলাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জি. মোঃ বাছির খাঁন, যুবলীগ নেতা মোঃ মাহবুবুর রহমান ওয়ালটন, ইউপি সদস্য তোফায়েল আহমেদ, নজরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার আশ্রয়ন প্রকল্পের গৃহপ্রদান উপলক্ষ্যে উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন জানান, ষোলনল ইউনিয়নে গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর এ উপহার গৃহ প্রদান করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে এ উপজেলাকে গৃহ ও ভূমিহীনমুক্ত ঘোষণা করা হবে। উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের জন্য বড় একটি স্থান নির্ধারণ করা হয়েছে এবং খুব দ্রুত এর কার্যক্রম শুরু করা হবে। আশ্রয়ণ প্রকল্পের স্হানটি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলী পরিদর্শন করেন।