ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মনোহরগঞ্জে কম্বাইন হারভেস্টার বিতরণ
Published : Monday, 25 April, 2022 at 12:00 AM
মোঃ হুমায়ুন কবির মানিক ||
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষি উন্নয়ন সহায়তায় স্থানীয় কৃষকদের মাঝে ৫০% ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন, ১টি রিপার ও ১টি পাওয়ার থ্রেশার মেশিনসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মনোহরগঞ্জ, কুমিল্লার উদ্যোগে উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে স্থানীয় কৃষককদের মাঝে আধুনিক কৃষি সরঞ্জাম ও কৃষি উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক সরঞ্জামাদি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, উপজেলা কৃষি অফিসার সুজন কুমার ভৌমিক, কৃষি সম্প্রসারণ অফিসার শাহানুর ইসলাম, মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান, বাইশগাঁও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বিএসসি,ঝলম উত্তর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ খাঁন রাজু, মৈশাতুয়া ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, নাথেরপেটুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান   গাজী আবু বক্কর সিদ্দিক প্রমুখ।