সমতটের কাগজ-এর ইফতার মাহফিল ও আলোচনা সভা
Published : Monday, 25 April, 2022 at 12:00 AM
স্টাফ রিপোর্টার : ২৪ এপ্রিল কুমিল্লা শহরের হিলটন টাওয়ারে হোটেল ক্যাপসিকামে সমতটের কাগজ-এর আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন-কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি-বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব-বীরমুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল। প্রধান বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা জেলার কালচারাল অফিসার সৈয়দ মো: আয়াজ মাবুদ। কবিসংসদ বাংলাদেশ কুমিল্লা জেলার সভাপতি-অধ্যক্ষ মোহাম্মদ শামীম হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কবি-চিত্রশিল্পী সৈয়দ আহমাদ তারেক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক-সংগীত শিল্পী জোবাইদা নূর খান, বিশিষ্ট নাট্যশিল্পী ও কবি মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহম্মদ। সম্মানিত অতিথি ছিলেন সৃজনশীল লেখক-অধ্যাপক রাহুল তারণ, অধ্যাপক ও আবৃত্তিকার সুলতানা লাভলী দিপালী, শরীফুল আহসান, সদস্য, উদীচী কেন্দ্রীয় কমিটি, ব্রাইট স্টার বৃত্তি প্রদান পরিষদের সাবেক আহবায়ক শেখ আবদুল মান্নান ও সাপ্তাহিক নিরীক্ষণের সম্পাদক জসীম উদ্দিন অসীম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমতটের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামাল। অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত কুমিল্লা দর্পণের সম্পাদক ও প্রকাশক মো: মাহবুব মোর্শেদ ও কুমিল্লার বিশিষ্ট কবি-সংগঠক-নাট্যশিল্পী ফখরুল হুদা হেলালের রুহের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন সমতটের কাগজ-এর সহকারি পরিচালক মাওলানা কাজী মো: আবুল খায়ের। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফুলকলি খেলাঘর আসরের সভাপতি কমল চন্দ্র খোকন, জাতীয় কবি সোসাইটির সাধারণ সম্পাদক কবি শিপন মানব, নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন, কবি-সৃজনশীল লেখক মো: নুরুল আলম, কবি ও সৃজনশীল লেখক সমীচীন সম্পা রানী, সমতটের কাগজ-এর বিশেষ প্রতিনিধি ওমর কাইয়ুম পলাশ, এডভোকেট মোহাম্মদ জাফর আলী, এপেক্সিয়ান আব্বাস উদ্দিন, সমাজসেবী ও কাফেলার অন্যতম সংগঠক আবদুল খালেক মোল্লা, সমাজসেবী সিরাজুল ইসলাম, বঙ্গীয় সামাজিক-সাংস্কৃতিক-সামাজিক পরিষদ-এর যুগ্ম সম্পাদক নাছিমা আক্তার, ডা: নেয়ামত উল্লাহ ও কবি মো: জীবন। অনুষ্ঠানে হামদ, নাত পরিবেশন করেন শিল্পী ওমর ফারুক ও শিল্পী ইব্রাহিম দুরদেশী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমতটের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামাল।