ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
Published : Monday, 25 April, 2022 at 12:00 AM, Update: 25.04.2022 12:30:56 AM
কুমিল্লায় সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলা সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব সামগ্রী তিনদিন ধরে বিতরণ করা হয় টমছম ব্রিজ কুমিল্লা জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের  (রেজি: ১৫৬৯) প্রধান কার্যালয় থেকে। গত শুক্রবার কুমিল্লা সংক্ষিত মহিলা আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা শ্রমিকদের মাঝে ঈদ বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। গতকাল রবিবার ঈদ সামগ্রী বিতরণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: আলমসহ সংগঠনের অন্যান্য শাখার নেতৃবৃন্দ। এসময় শ্রমিকদের মাঝে লুঙ্গী, সেমাই, চিনি, চাল বিতরণ করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক আলম জানান, সংরক্ষিত আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা আপার উদ্যোগে এ কার্যাক্রম চালিয়ে যাব। আমরা গত তিনদিন ধরে ধাপে ধাপে সিএনজি ড্রাইভার শ্রমিকদের তালিকা করে ঈদবস্ত্র, ঈদ সামগ্রী ও নগদ অর্থ  বিতরণ করে আসছি। আমরা শ্রমিকদের সুখে দু:খে পাশে থেকে কাজ করছি। শ্রমিকদের পঙ্গুত্ব ভাতা, পেনশন ভাতা, অবসর ভাতাসহ নানারকম সামাজিক কর্মকান্ডে সহযোগিতা করে আসছি। তিনি আরো বলেন, সিএনজি শ্রমিকরা যে কোন বিপদে সংগঠনের সহযোগীতা চাইলে সংগঠন সহযোগীতা করতে প্রস্তুত রয়েছে। আমরা শ্রমিকদের উন্নয়নে কাজ করে আসছি এবং ভবিষ্যতেও কাজ করবো।