Published : Monday, 25 April, 2022 at 12:00 AM, Update: 25.04.2022 12:31:10 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগরে এক খামারীর গরুর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬টি গরুর মৃত্যু হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৭ লাখ টাকা। এ ঘটনায় আরো ৫টি গরু আহত হয়েছে। রোববার ভোরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কালিপুরা গ্রামের সফিকুল ইসলামের খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যাওয়া গরু গুলোর মধ্যে ২টি ষাঁড়, ২টি বাছুর, ২টি গাভী। গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা। ঘটনার সময় আগুন নিভাতে গিয়ে খামারের মালিক সফিকুল ইসলামও আহত হয়েছে। এ দূর্ঘটনায় খামারি সফিকুল ইসলাম বাকরুদ্ধ হয়ে পরেছেন।
কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম এ কে আজাদ বলেন, গরুর খামারের মালিক নিজে মিটার থেকে খামারে বৈদ্যুতিক সংযোগ দেয়াটা ছিল ক্রটিপূর্ন। যার কারনে এ দূর্ঘটনা ঘটেছে।
এ দিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ রোববার দুপুরে কালিপুরা গ্রামের ঘটনাস্থল পরিদর্শণ করেন। পরিদর্শনকালে তিনি জেলা প্রশাসকের নির্দেশনায় তাৎক্ষনিক ক্ষতিগ্রস্ত খামারী সফিকুল ইসলামকে ১০ হাজার টাকা সহায়তা করেন।
বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।