ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া
Published : Monday, 25 April, 2022 at 12:00 AM, Update: 25.04.2022 12:32:14 AM
কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়ানিজস্ব প্রতিবেদক: দেশ ও জাতির মঙ্গল কামনা করে কুমিল্লায় জেলা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা পুলিশ লাইন্সের শহীদ আর আই বিএম আদুল হালিম মিলনায়তনে এই ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহা উদ্দিন বাহার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, সিআইডি পুলিশ সুপার খান মুহম্মদ রিজওয়ান, সিভিল সার্জন মীর মোবারক হোসাইনসহ অন্যান্যরা। অনুষ্ঠানে কুমিল্লা বিভিন্ন দফতরের উর্দ্ধতণ কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক বাহা উদ্দিন বাহার বলেছেন, কুমিল্লায় একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজমান। যে কারনে সকল সেবমূলক অফিস থেকে কুমিল্লার মানুষ সর্বোচ্চ সেবা পায়। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানান কর্মকান্ড সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। এর মধ্যে করোনা ভ্যাকসিনেশন অন্যতম। তাঁর নেতৃত্বে বাংলাদেশের বেশির ভাগ মানুষই করোনার ভ্যাকসিন নিয়ে নিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন ছিলো- প্রধানমন্ত্রী সে স্বপ্ন বাস্তবায়ন করে আমাদের সোনার বাংলা উপহার দিচ্ছেন। আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশের জন্য সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।
ইফতারের পূর্বে মোনাজাতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মঙ্গলকামনা করে দোয়া করা হয়। এছাড়া জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার এবং সকল শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।