ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইউক্রেনের তেল শোধনাগারে হামলার দাবি রাশিয়ার
Published : Monday, 25 April, 2022 at 4:00 PM
ইউক্রেনের তেল শোধনাগারে হামলার দাবি রাশিয়ারইউক্রেনের একটি তেল শোধনাগারে হামলার দাবি করেছে রাশিয়া। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে। রুশ সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মস্কোর দাবি, ক্রেমেনচুগ তেল শোধনাগার এবং ইউক্রেনীয় সামরিক স্থাপনায় হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে দিয়েছে রাশিয়া।

রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে খারকিভ অঞ্চলে ইউক্রেনের ডজনখানেক ড্রোনও গুলি করে ভূপাতিত করার দাবি করেছে মস্কো।

এদিকে ইউক্রেনে আরও সামরিক সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে সফরে গিয়ে এমন প্রতিশ্রুতি দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং প্রতিরক্ষামন্ত্রী অস্টিন লয়েড।

পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার কিয়েভ সফরে যান এই দুই শীর্ষ মার্কিন কর্মকর্তা। সফরে ইউক্রেনে রুশ হামলা নিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন তারা।

ব্লিনকেন ও অস্টিন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং তার উপদেষ্টাদের বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনেকে আরও ৩০ কোটির বেশি মার্কিন ডলারের সামরিক সহায়তা দেবে।